সাবেক যোগাযোগ মন্ত্রী ও দোহারের চারবারের সাবেক এমপি নাজমুল হুদা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ২৭আগষ্ট মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাজমুল হুদা বলেন, আমাকে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কোন ক্ষোভ থাকার কথা না; বরং তাঁর অনুতপ্ত হওয়া উচিত। কেননা, আমি প্রথম সংলাপের কথা বলে শাস্তি পেয়েছিলাম। এখন সবাই সংলাপের কথা বলছে। তাই আমি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হতে চাই।
বিএনপি থেকে পদত্যাগ ও বহিষ্কার সম্পর্কে প্রশ্ন করা হলে নাজমুল হুদা দাবি করেন, ওই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই কমিটিতে না থাকলেও তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে দলেই আছেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, আমি তাদের সঙ্গে নেই। ওই দলটিও আমাকে বহিষ্কার করেছে। আমি বলতে চাই, আমি বিএনপির সঙ্গেই ছিলাম এবং সারা জীবন থাকবো।
প্রসঙ্গত, ২০১১ সালের নভেম্বরে বিএনপি থেকে বের হয়ে নাজমুল হুদা বিএনএফ গঠন করেন।