কোঠাবাড়ীতে এবার ইরি ধানের বাম্পার ফলন

393

আল আমিন♦ নবাবগঞ্চ উপজেলার কোঠাবাড়ীর চকে এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরের মত এবারও সেখানে ইরি ধানের চাষ করা হয়। এবার কৃষকদের সঠিক পরিচর্যা ও পর্যাপ্ত পানি সেচ, সারের পর্যাপ্ত যোগান এই ফসল ফলাতে ভুমিকা রেখেছে। তাছাড়া সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এবং শীলা বৃষ্টি না হওয়ায় ফলন ভাল হয়েছে বলে জানান ইরি প্রজেক্টের মালিকেরা। তারা আরো বলেন যে এবার লোডশেডিং কম হওয়ায় তাদের তাদের সেচ কাজে কোন অসুবিধা  বা সমস্যা হয়নি। তাছাড়া এবার ধানের রোগ বালাই না থাকায় এবার কৃষকরা ধানের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন বলে যানান মবজেল ও ফজল খান নামের দুই প্রজেক্ট মালিক। গত বছর বিদুৎ সমস্যার কারনে বিদুৎ এর পাশাপাশি তেলের মাধ্যমে তারা তারা প্রজেক্ট চালান। এতে তাদের খরচ বেড়ে যায় কয়েক গুন। ফলশ্রুতিতে তারা বিরাট আর্থিক ক্ষতির সমুক্ষিণ হন। এবার এই সমস্যা সমাধান হবার কারনে কৃষকের সাথে সাথে প্রজেক্ট মালিকরাও এবার আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন। গত কয়েক দিন ধরে ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ফলন দেখে কৃষকরাও সন্তুষ্ট হয়েছন। এখন ধান সংগ্রহ ও মারাই এর কাজ শুরু হয়েছে। জমির মালিকদের কাছ থেকে জানা যায় এবারের ধানে চিটার পরিমান তুলনা মুলক ভাবে কম। এবারের এই বাম্পার ফলনের ফলে হাসি ফুটেছে সাধারন কৃষকের মুখে।

অন্য খবর  জাগ্রত দোহার-নবাবগঞ্জ
আপনার মতামত দিন