নবাবগঞ্জের কৈলাইল পাওয়ার প্ল্যান্ট এর কাজ শুরু

309

অবশেষে বহু প্রতিক্ষিত কৈলাইল পাওয়ার প্ল্যাণ্টের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। জাতীয় ক্রয়-বিক্রয় কমিটি ২৯/০১/২০১২ সালে একনেকের সভায় এই সংক্রান্ত বিল অনুমোদন করে। ফার্নেস অয়েল ভিত্তিক এই পাওয়ার প্ল্যাণ্টের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনে এই কেন্দ্রটি সম্পূর্ণ সরবরাহে আসতে পারবে।

দোহার নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বিদ্যুৎ সমস্যার সমাধান। নির্বাচনী আসন ঢাকা-১ হওয়া স্বত্তেও ঢাকা দক্ষিণের এই জনপদটি চরমভাবে অবহেলিত। কৈলাইল পাওয়ার প্ল্যাণ্ট এই সমস্যার সমাধান করবে বলে তাদের প্রত্যাশা। তবে সেক্ষেত্রে, এই অঞ্চলের চাহিদা পুরোপুরি পূরণ করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে বলে সবাই প্রত্যাশা করে।

পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আঃ মালেক জানান, কৈলাইল পাওয়ার প্ল্যাণ্টের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। পাওয়ার প্ল্যাণ্টের জন্য সর্বোচ্চ সময় দেয়া আছে আগামী জুন পর্যন্ত। আশা করছি এবার দোহার নবাবগঞ্জবাসীর বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।

আপনার মতামত দিন