এক রাতে কৈলাইলে ১১ দোকানে চুরি

275

২২ জুন শনিবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালী ও মাশাইল বাজারে একরাতে ১১ দোকানে চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, কাটাখালী বাজারের হিমেল শপিং সেন্টার, ভাই ভাই ইলেকট্রিক, দোলা স্টুডিও,  আয়েশা কসমেটিকস, মাশাইল বাজারের ইফাত স্টোর, তপু অপু স্টোর, পরেশ সূত্রধর স্টোর, সোহাগ জুয়েলার্স, ভক্তবাবু স্টোর, খন্দকার মর্ডান হারবালসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের দরজার তালা ভেঙে মোট সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পরদিন রবিবার স্থানীয় পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার মতামত দিন