কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারে জমি হস্তান্ত। প্রতিবেদক শরীফ হাসান নিউজ৩৯ঃ কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে জমি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর শাহপুর এলাকায় ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ৬৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আবাসনের জন্য ১০ শতাংশ করে ৬ একর ৫০ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এসব জমি চিহ্নিত করে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, সার্ভেয়ার মো. মিরাজ হোসেন, রুহিতপুর তহশীল অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান, ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ প্রমুখ। ঢাকাস্থ বহিরাগত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, আমাদের আবেদনের ভিত্তিতে ভূমি সংস্কার বোর্ড রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা মৌজায় ১ খতিয়ানের ১৯টি দাগে ৬ একর ৫০ শতাংশ জমি আমাদের অনুমোদন দেয়।
প্রথম পাতা কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে ৬৫ মুক্তিযোদ্ধা পরিবারে জমি হস্তান্ত।
180
আপনার মতামত দিন
আজকের আবহাওয়া
Dohār
clear sky
20.9
°
C
20.9
°
20.9
°
56 %
3kmh
0 %
মঙ্গল
20
°
বুধ
27
°
বৃহস্পতি
27
°
শুক্র
27
°
শনি
26
°