ঢাকার কেরানীগঞ্জে ঘণ্টার ব্যবধানে আমির আলী (৩৮) ও ইমরান (১৭) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত আমির আলী ভোলা সদর থানার নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
অপরদিকে নীলফামারী জলঢাকার উত্তর বিরুল গ্রামের ফজল শেখের ছেলে ইমরান পেশায় একজন নির্মাণ শ্রমিক।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া শুঁটকিরটেক এলাকায় রাস্তার পাশ থেকে আমির আলী ও বিকেল সাড়ে ৩টার দিকে কালিন্দী ইউনিয়নের পশ্চিম ভাগনা চিতিখোলার পাশে একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে ইমরানের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রিকশাচালকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। মূলত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে এমনটি ধারণা করা হলেও তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ছাড়া ভাংনা এলাকায় শ্রমিক নিহতের ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুটি ঘটনারই আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।