ইতোমধ্যেই কেরানীগঞ্জ কে করোনার হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকালের ৩০৭ জন সহ আজ আরো ২০ জনের শরীরে করোনা উপস্থিতির কথা জানিয়েছে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন। আজ ১১ মে সোমবার রাত ১১ টায় খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেন এই কর্মকর্তা ।
নতুন আক্রান্ত হওয়া রুগীর মধ্যে সানজিদা আব্দুল্লাহ তিন্নি, সহকারী কমিশনার ( ভূমি), দক্ষিণ রাজস্ব সার্কেল, কেরাণীগঞ্জ এবং তাঁর স্বামী জনাব ইমরান আব্দুল্লাহ করোনা পজিটিভ হয়েছেন। এর পাশাপাশি জিনজিরা ইউনিয়নের ১০ জন এর মাঝে সাজেদা হাসপাতালের ২ জন। কালিন্দী ইউনিয়নের ০১ জন, শুভাঢ্যা ইউনিয়নের ০২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ০১ জন, রুহিতপুর ইউনিয়নের ০১জন ও তেঘরিয়া ইউনিয়নের ০৪ সহ মোট ২০ জন করোনা আক্রান্ত হয়েছে।
এদিকে আজ সকাল ৭ টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম বাচ্চু(৫৫)। উপজেলায় এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩২৭ জন। ৩৫ জন রুগী সুস্থ হয়ে বাসায় ফিরেছে এবং ৮ জন মৃত্যু বরণ করেছে।