কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

204
কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এর একটি দল।

শনিবার দুপুর দেড়টার দিকে ‍ র‍্যাব- ১০, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে গোলামবাজার এলাকার রোড থেকে (নয়) পুরিয়া হেরোইনসহ মো. সানি উরফে কাজল (২৬) ও মো. মিলন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ পনের হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব – ১০ এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জ উপজেলা ও ঢাকা শহর এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন