কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

464
দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

ঢাকার অদূরে কেরানীগঞ্জ হাসনাবাদে ট্রাক চাপায় সানজিদা আক্তার রিনি (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাআলে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আপেল মাহমুদ জানান, হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

নিহত সানজিদার বাবা মোহাম্মদ আলম জানান, সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। বিকেলে মাহমুদের ফোন পেয়েই সানজিদা বাসা থেকে বের হয়েছে। এরপর রাতে জানতে পারি সে দুর্ঘটনায় মারা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আপনার মতামত দিন