কেরানীগঞ্জে ও দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

204

মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি, প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার ও কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস সপ্তাহ উপলক্ষে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা প্রসাশন। সকালে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে দোহার উপজেলার ও কেরানীগঞ্জ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়া মৎস চাষীদের মাঝে বিভিন্ন উপকরন ও জিও লাইট বিতরন করা হয়। এছাড়া মৎস সম্পদে বাংলাদেশ সরকারের উন্নয়ন বিষয়ে প্রমান্য চিত্র প্রর্দশন করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার রাজস্ব (ভুমি)দক্ষিন ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা পারভিন (তিন্নি) ।উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমিন,সহকারী মৎস কর্মকর্তা আবু ইউসুফ,অন্যান্য কর্মকর্তারাসহ স্থানীয় মৎস চাষীরা উপস্থিত ছিলেন।

অন্য দিকে দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ এবং খামারিদের মাঝে চাষের উপকরণ বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ। সে সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন