ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্রাক্ষনকিত্তা এলাকার বিভিন্ন কারখানা থেকে ৩-৪ ইঞ্চি পাইপ, ৫টি ১৩০ ফুট কম্প্রেসার, ২৫০ ফুট হোস পাইপ ও ৬ সেট বার্নার জব্দ করা হয়।
এছাড়া, আশুলিয়ার মেসার্স মিজান সিএনজি ফিলিং স্টেশনে নকল সিল বসানোর প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, যাতে জ্বালানি চুরি রোধ ও গ্যাস সরবরাহের স্বাভাবিকতা বজায় রাখা যায়।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)