কেরাণীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন শাহীন আহমদ

129

ঢাকার অদূরে কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কালিন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কম্বল বিতরন করা হয়। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরন করেন। ২ জানুয়ারী শনিবার কালিন্দী পরিষদের সামনে স্থানীয় প্রায় দেড়হাজার দরিদ্র পরিবারের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরন করা হয়। কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো.আশ্রাফ আলী, সাধারণ সম্পাদক মো.হুমায়ুন গনি,সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি,ঢাকা জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন, ইউনিয়নস্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রাজু আহমেদ ইতি, সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, ইউপি সদস্য ভগবতী রাণী প্রমুখ।

আপনার মতামত দিন