কেরাণিগঞ্জসহ ঢাকা জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে চলছে – ঢাকা জেলা প্রশাসক

1099

বুধবার এসডিজি”র স্থানীয়করণ বিষয়ক উন্নয়ন সংলাপ: উপজেলা কেরানীগঞ্জ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, কেরাণিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহে এলিদ মঈনুল আমিন।

ঢাকা জেলা প্রশাসক বলেন, স্থানীয়ভাবে উন্নয়ন ভাবনাসমূহের সন্নিবেশনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে উপস্থাপনা হলো  কেরানীগঞ্জ উপজেলায় তা ঢাকা জেলার সার্বিক প্রতিফলন। কেরাণিগঞ্জসহ ঢাকা জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে চলছে। আমরা আশা করছি সরকারের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ২০৩০সালের পূর্বেই আমরা সে লক্ষ্যমাত্রায় পৌছাতে পারবো। আর এভাবে সকল ওয়ার্ড থেকে চিহ্নিত সমস্যা ও সম্ভাবনাকে একত্র করে ইউনিয়মননের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এখন তৈরি হবে উপজেলার অগ্রাধিকার। এর উপর ভিত্তি করে তৈরি হবে জেলার উন্নয়ন ভাবনার অগ্রাধিকার। ধন্যবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, সরকারি কর্মকর্তাগণকে তাঁদের অান্তরিক অায়োজনের জন্য।

আপনার মতামত দিন