কুসুমহাটিতে শহীদ জিয়ার ৩৫তম শাহাদাত বার্ষিকী পালিত

667
কুসুমহাটিতে শহীদ জিয়ার ৩৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে সোমবার বাদ যোহর দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।  ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা আবুল হাশেম শরীফের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মোল্লার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার থানা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহাম্মেদ, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা, ঢাকা জেলা যুবদল নেতা উমায়ুল ইসলাম খালেক,  যুবদল নেতা আব্দুল করিম বেপারী প্রমূখ।

আপনার মতামত দিন