কুসুমহাটিতে অপরাধ দমন সভা অনুষ্ঠিত

138

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার সহযোগিতায় বুধবার বিকেলে শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন।

মো.সাজ্জাদ হোসেন বলেন, মাদক,জুয়া,ইভটিজিং এর সাথে যারা জড়িত তারা যেই দলেরই হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবেনা।

এসময় আরও উপস্থিত ছিলেন,ওসি তদন্ত ইয়াসিন মুন্সী, সেকেন্ড অফিসার সৌমেন মৈত্র, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ নুরুল হুদা ভূইযা, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো.লুৎফর রহমান মোল্লা, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম বিশ্বাস,ফকির সাহাবুদ্দিন চিশ্তি,বাপন শাহ্ চিশ্তি সহ অত্র এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন