কুকুরের দুধ বিড়াল পান করছে

3876
কুকুরের দুধ বিড়াল পান করছে

১৩ ফেব্রুয়ারী, ২০১১ : সবাই হয়তো জানেন যে বিড়াল কুকুর দেখলেই দৌডে পালায়, তাদের মধ্যে রয়েছে চিরন্তন শত্রুতা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে গত কয়েক মাস ধরে বৌবাজার এলাকার এক বাড়ীতে কুকুর ও বিড়ালের বাচ্চা একই সাথে বাস করছে। এবং বিড়ালের বাচ্চা কুকুরের দুধ পান করছে।

সেই বাড়ীর এক সদস্য জানান যে, কয়েক মাস আগে তাদের বাড়ীতে অজ্ঞাত স্থান থেকে একটি বিড়ালের বাচ্চা আসে। বাচ্চাটি সারাক্ষণ ডাকত, এবং কোন ধরণের খাবার দিলে খেত না। তিনি জানান যে, তারপর বিড়ালের বাচ্চাটিকে কয়েকদিন দেখা যায় নি। হঠৎ একদিন সকালে তারা দেখতে পান যে বিড়ালের বাচ্চাটি কুকুরের দুধ পান করছে। এই দৃশ্য দেখে সকলেই বিস্মিত হন, গ্রামের মানুষ বিড়াল ও কুকুরটিকে দেখতে ভীর জমায়।

বিড়ালের বাচ্চাটি সবসময় কুকুরটির সাথে থাকে এবং একসাথেই ঘুমায়। মাতৃহীন বিড়ালটি এই কুকুরের কাছে আশ্রয় খুজে পেয়েছে, আর কুকুরটি মাতৃস্নেহে তাকে গ্রহণ করেছে। পশুদের মধ্যেও জাতিগত শত্রুতার চেয়ে মাতৃত্বের মহত্ত্বই বড়।

আপনার মতামত দিন