কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবি: নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

29
কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবি: নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়। এ ঘটনায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) ভোর ৬টার দিকে কালীগঙ্গা নদীতে ভাসমান নিখোঁজ হওয়া সিফাত (১৮) নামে অন্য এক যুবকের লাশ উদ্ধার করে স্বজনরা।

সিফাত পার্শ্ববর্তী সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা বাইচে ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ হওয়ার দুই যুবকের মধ্যে সোমবার ভোরে অন্য এক যুবকের লাশ কালীগঙ্গা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা ও অপেক্ষামান স্বজনরা। পরে স্বজনরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে এবং সিফাতকে শনাক্ত করে। এর আগে ১ অক্টোবর রোবাবার সকাল ১০টায় নিখোঁজ হওয়া ওয়াসিম নামের এক যুবককে মৃত অস্থায় উদ্ধার করে ডুবুরি দল।

 

আপনার মতামত দিন