কালিগঙ্গার তিনটি ব্রিজ সম্পূর্ণ হলে দোহার-নবাবগঞ্জ পাল্টে যাবে: সালমান এফ রহমান

359
সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, সারা বাংলাদেশের তুলনায় নবাবগঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কি কারনে খারাপ তা আমি জানি না। এটা আমার কাছে আশ্চর্য্য লেগেছে। আমি নির্বাচিত হলে প্রথমে রাস্তাঘাটগুলো ঠিক করার চেষ্টা করবো। এছাড়া নদী রক্ষায় যা যা করার আমরা করবো। কালিগঙ্গার নদীর উপর তিনটি ব্রিজের কাজ চলমান রয়েছে। ব্রিজ তিনটি সম্পূর্ণ হলে দোহার-নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাবে।

সালমান রহমান বলেন, সরকার স্বীদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ৪৯৮টি উপজেলার মধ্যে মাত্র ১৪টি উপজেলাকে নগরায়ন করা হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছিলাম দোহার-নবাবগঞ্জকে অন্তর্ভুক্ত করার জন্য। প্রধানমন্ত্রী আমার কথা রেখেছেন। সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। বিগত ১০ বছরে মহিলাদের জন্য শেখ হাসিনার অনেক প্রকল্প হাতে নিয়েছে। বিগত কোন সরকার এই কাজগুলো কিন্ত করেনি। বাংলাদেশের সবক্ষেত্রেই এখন মহিলাদের পদচারণা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইয়া, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান প্রমূখ।

আপনার মতামত দিন