কার্তিকপুর বাজারে মোবাইল ফোনের দোকানে চুরি

637
কার্তিকপুর

ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার গভীর রাতে কার্তিকপুর বাজারের মাহীদ টেলিকম এন্ড ইলেক্ট্রিক হাউস দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক হান্নান মৃধা জানান,প্রতিদিনকার মত বুধবার রাত আনুমানিক ৯ টার পর দোকান বন্ধ করে বাসায় যাই। দুঃখজনক হলেও সত্যি যে পরেরদিন সকালে ৯টার দোকান খুলে দেখতে পাই ক্যাশবাক্স ভাঙ্গা মোবাইলের বাক্স এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। টেবিলের উপর বসারটুলটি রাখা, সাথে, সাথে উপর দিকে তাকলে দেখতে পাই মলিবাশের ছিলিং ফাঁক দিয়ে টিনের চাল কেটে চোর ভিতরে প্রবেশ করে দোকানে চুরিঘটিত হয়।

তার বিবরণে মাহিদ টেলিকম এন্ড ইলেক্ট্রিক হাউজ দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা, ৩০টি দামি মোবাইল ও ১৯০ টি নরমাল মোবাইল চুরি হয়েছে। নগদ টাকা সহ যার আনুমনিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

হান্নান মৃধার মাহীদ টেলিকম এন্ড ইলেক্ট্রিক হাউসের পাশের দোকানদার সুজন মিষ্টান্ন ভান্ডার, পিছনের দোকানদার চন্দন কর্মকার, সাথের দোকান রহমান বেপারী সহ বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীরা কার্তিপুর বাজারের দুর্বল কমিটির দিকে আঙ্গুল তুলে অভিযোগ করেন।

অন্য খবর  নতুন নিয়োগ প্রাপ্ত ওসির সাথে দোহার প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত

স্থানীয় সূত্রে জানা যায় গত এক মাস আগে চন্দন কর্মকারের স্বর্ণের দোকানে চুরি সহ প্রতিমাসে একটি করে চুরির অভিযোগ এবং পাহারাদারও রাত ১২ টার পর থাকেন না বলেও অভিযোগ পাওয়া যায়। দুর্বল বাজার কমিটির কারনেই এমনটি হচ্ছে বলে স্থানীয় দোকানদাররা জানান।

এ ব্যাপারে দোকানের মালিক হান্নান মৃধা গত ৪ জুলাই বৃহস্পতিবার সকালে নিজে বাদী হয়ে দোহার থানায় অভিযোগ দায়ের করেন।

দোহার থানার অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এর সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত দিন