কার্তিকপুর প্রাথমিক বিদ্যালয়ে সমপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

1211
কার্তিকপুর সরকারী প্রাথমিক উচ্চবিদ্যালয়

ঢাকার দোহার উপজেলার কর্তিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমপনী-২০১৫-এর পরীক্ষার্থীদের বিদায় দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। ১৮নভেম্বর বুধবার দুপুর ২টায় বিদ্যালয়ের নিজ মাঠে সমাপনী ছাত্রছাত্রীদের আয়োজনে এই বিদায় অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনার কলি পুতুল।

সভায় বক্তারা ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান। এ সময় বিদ্যালয়ের ১৫৬ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এজাজ আহমেদ মন্টু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, মোশারফ হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন আজাদ, আবু সাঈদ মিয়া, ফরহাদ হোসেন, আব্দুল মালেক দোহারী, কাউছার মোল্লা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া।

আপনার মতামত দিন