কার্তিকপুরে মটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

199
কার্তিকপুরে মটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

ঢাকার জেলার দোহার উপজেলার কার্তিকপুর বাজারের কাছে ইজিবাইকের সাথে সংঘর্ষে নাঈম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নাঈম দোহার উপজেলার শিলাকোঠা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিহত নাইমের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ফুফাত ভাই আবিরকে নিয়ে নাঈম মোটর সাইকেলে দোহার যাওয়ার পথে কার্তিকপুর কালিমন্দিরের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খামের উপর ছিটকে পড়লে নাঈম গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার আহত আবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, দুর্ঘটনার ব্যাপারটি আমরা অবগত। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত দিন