দোহারের কাটাখালীর শামীম ফকিরের বাড়ির উঠানে ১০ ফুট গভীর একটা কূপ খনন করা হয়েছে। কিন্তু এই কুপ খননের কোন কারন খুজে পাচ্ছে না এলাকাবাসী ও উপজেলা প্রসাশন। রহস্যজনক ভাবে কূপ খননের পর থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না শামীম ফকির পরিবারের কোন সদস্যকে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত দুই বছর আগে ডায়ারকুম গ্রাম থেকে কাটাখালী গ্রামে জমি কিনে বাড়ি করেন শামীম ফকির। তিনি মূলত ঝাড়ফুক ও তাবিজের ব্যবসা করেই চলতেন।
শামীম ফকিরের প্রতিবেশি খোকন জানান, শনিবার ও রবিবার রাতে শামীম ফকিরের বাসায় ৬ থেকে ৭ জন অপরিচিত লোককে মাটি কাটতে দেখেন তারা। এর পর থেকেই শামীম ফকির ও তার পরিবার উধাও।
এই কূপ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কেউ বলছে এখানে স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র ছিল, কেউ বলছে গুপ্তধন।
দোহার থানা ওসি নরেন্দ্র চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছেন। এছাড়া কি কারনে এই কূপ খনন করা হয়েছে তা তিনি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।