কলেজ মোড় থেকে দুই সোনা চোরাকারবারী আটক

710

দোহার উপজেলার জয়পাড়া বাজারের কলেজ মোড় থেকে ১২৪টি সোনার চেইন এবং নগদ ৮০ হাজার টাকাসহ মোবারক হাওলাদার (৪৫) ও রাজা মিয়া (৩০) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মোবারক হাওলাদার উপজেলার রাধানগর গ্রামের মৃত ইব্রাহীম হাওলাদারের ছেলে ও রাজা মিয়া কেরাণীগঞ্জ উপজেলার ধর্মশুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়,সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর কলেজ মোড় এলাকায় সোনা বেচাকেনার সময়ে মোবারক হাওলাদার ও রাজা মিয়াকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৪’শ গ্রাম সমপরিমান ওজনের ১২৪টি সোনার চেইন ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দোহার থানার উপ-পরিদর্শক মো. গণি জানান, আটককৃতরা সোনা চোরাকারবারী। মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন