কলেজ ছাত্র দেলোয়ার চারদিন যাবৎ নিখোঁজ

388

গত শনিবার থেকে নিখোঁজ আছেন দোহারের সন্তান ও ঢাকা সিটি কলেজের মেধাবী ছাত্র দেলোয়ার। সে দোহার উপজেলার শিলাকোঠা গ্রামের শেখ বদর উদ্দিন ছেলে। পারিবারিক সূত্র নিউজ৩৯কে জানানো হয়, শেখ মোহাম্মদ দেলোয়ার গত ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ টায় তার দোহারের বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সে ঢাকা সিটি কলেজে ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র। দুপুর ১২টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার পরনে ছিল ব্লেজার, জিন্স প্যান্ট ও চেক শার্ট। উচ্চতা ৫ফুট ৭ ইঞ্চি। গায়ের রং ফর্সা। তার সকল আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাসা খোজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে দোহার থানায় শনিবার সন্ধায় একটি জিডি করা হয়েছে, নং- ৮৭৫/২২-০২-২০১৪। পুত্রের সন্ধান চেয়েছেন পিতা- বদর উদ্দিন। যোগাযোগ-০১৭১২২২৮৯৩০দোহার থানা থেকে জানানো, সবভাব্য সকল পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। 

আপনার মতামত দিন