কলাকোপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

232

দুপুর ১২টার দিকে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙ্গা সেতুর সামনে বান্দুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতি পরিবহন(ঢাকা মেট্রো ব- ১৪৫১৫১) নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

জিন্নাহ (৪৬), পিতার নাম নুর মোহাম্মদ, নিহতের বাড়ী  কাশিমপুর গ্রামে। আহত আজম (৪৭) একই গ্রামের আব্দুল খানের ছেলে। তাকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক আজমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই নুরুজ্জামান নিউজ৩৯কে জানান, বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি; তবে ঢাকা থেকে নিহতের লাশ ফেরত আসার পর মামলা হবে বলে থানার ডিউটি অফিসার জানান।

আপনার মতামত দিন