কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, পাঁচ রাজনীতিক ও পাইলট নিহত

5
কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, পাঁচ রাজনীতিক ও পাইলট নিহত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাঁচ দেশটির রাজনীতিক ও এক পাইলট নিহত হয়েছেন।

বুধবার কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ রাজনীতিক দেশটির ডানপন্থী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য।

তারা হলেন—সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, গভর্নর পদপ্রত্যাশী এলিওডোরো আলভারেজ ও ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজ।

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্লেনটি দেশটির বোয়াকা বিভাগের সান লুইস ডি গ্যাসেনোর পৌর এলাকায় বিধ্বস্ত হয়।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন