করোনা ভাইরাস নিয়ে মেঘুলা বাজার সভাপতির সচেতনতামূলক কর্মসূচি

667
মেঘুলা বাজার

বৃহস্পতিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক দোহারের মেঘুলা বাজারে বাজার কমিটির সভাপতি কাজী রুবেল সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রত্যেক চায়ের দোকান,হোটেল,রেষ্টুরেন্ট সহ সব খাবারের দোকানে দোকান মালিক,স্টাফদের পরিস্কার পরীপাটি হয়ে হ্যান্ড গ্লাফস,মাক্স পরে কাজ করতে বলেন। এসময় তিন বলেন,”নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন”

আপনার মতামত দিন