করোনা-বিরতির পর শুরু হল লা লিগা

তিন মাসের বেশি সময় স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা অবশেষে মাঠে ফিরেছে

263

করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফিরেছে ফুটবল। বড় লিগগুলোর মধ্যে প্রথমে শুরু হয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বুন্দেসলিগা। এরপর শুরু হল ইউরোপের অন্যতম আকর্ষণীয় লিগ স্পেনের লা লিগা। অন্যান্য লিগগুলো শুরু হবার অপেক্ষায়। কিন্তু এতে দর্শকদের আনন্দিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। টেলিভিশনেই দেখতে হচ্ছে খেলা।

দূর থেকে দেখে মনে হবে গ্যালারি ঠাসা দর্শকে। কিন্তু চোখের দেখায় যে কখনো ভুল থাকে, সেটা সেভিয়া–রিয়াল বেতিসের ম্যাচ দেখে বিশ্বাস করতে হবে। ফেসবুক লাইভে গ্যালারির চেয়ারগুলো এমনভাবে দেখানো হয়, যেন সেখানে গায়ে গা লাগিয়ে দর্শক বসে আছে।

বৃহস্পতিবার রাতে লা লিগার পর্দা উঠেছে ডার্বি দিয়ে। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও শেষ হাসি হেসেছে স্বাগতিক সেভিয়া। বেতিসকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে দলটি। দর্শকশূন্য স্টেডিয়ামে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দোর লক্ষ্যভেদে রিয়াল বেতিসকে হারিয়েছে সেভিয়া।

শনিবার দিবাগত রাত ২টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। প্রায় তিন মাস পর আবার মাঠে নামছেন মেসি। তার পর দিন মাঠে নামবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ।

আপনার মতামত দিন