করোনা উপসর্গ নিয়ে মৃত্যু; পাভেলের নেতৃত্বে রাতে দাফন

421
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নে ব্রেন স্টোক করে এক ব্যক্তি মৃত্যুবরন করে। ওই ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ থাকায় লাশের কাছে যায়নি কেউ। মৃত ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ ছিল বলে জানায় তার পরিবার। এমনকি করোনার ভয়ে পরিবার ও বংশের কেউ কাছে আসেনি বলে জানা যায়।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

 

গতকাল(৩জুন) নবাবগঞ্জে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঐ ব্যক্তি মারা যান। করোনার ভয়ে লাশ দাফনে কেউ এগিয়ে না আসায় এগিয়ে আসেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। তার নেতৃত্বে দলের বাকি সদস্যদের নিয়ে রাত ১২ টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন তিনি।

তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বে এই নিয়ে নবাবগঞ্জ  টিমের পঞ্চম জানাজা সম্পন্ন হল।

আপনার মতামত দিন