করোনায় মারা গেলেন রেমেন্টেন্স যোদ্ধা বিলাশপুরের সোহেল

618

ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মো সোহেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের গেদিম নামক স্থানে মারা যান। মৃত সোহেলের বাড়ি  বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের সিদ্দিক আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে সে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিল। কিছুদিন আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সোহেলের মৃত্যু হয়। লাশ দেশে ফিরিয়ে আনা হবে কিনা এ বিষয়ে সুষ্পষ্ট কিছু জানাতে পারেনি তার পরিবার।

আপনার মতামত দিন