করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক প্রকাশ

235
করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক প্রকাশ
করোনায় গর্বিত পুলিশ সদস্য কনস্টেবল মোঃ আলমগীর হোসেনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি এক শোকবাণীতে বলেন, করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হলেন বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আলমগীর হোসেন। করোনা যুদ্ধের এ সম্মুখযোদ্ধা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তিনি। দেশের মানুষের জন্য তার এ আত্মদান বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখবে।
আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আইজিপি বলেন, করোনাকালে ১৯ জন সহকর্মীকে হারিয়েও আমাদের পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় ও চাঙ্গা রয়েছে। তারা শোককে শক্তিতে পরিণত করে জনসেবায় অবিচল কাজ করে যাচ্ছে।
আপনার মতামত দিন