কমিশনার মোহাম্মদ আলী গ্রেফতার

248

সুমন হত্যা মামলার প্রধান আসামী, দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কমিশনার মো. আলী কমিশনার(৬০) নারায়নগঞ্জের ভুঁইগড় নামক স্থান থেকে গ্রেফতার হয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন নিউজ ৩৯ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বেলা বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মো. কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়নগঞ্জ পুলিশের সহায়তায় তাকে তার নিকট আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুর দুইটার দিকে তাকে দোহার থানায় তাকে নিয়ে আসা হয়।

জানা যায়, এসময় তিনি দোতালা থেকে গাছ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। বৃহস্পতিবার সকালে তাকে কোর্টে হাজির করা হয়। বৃহস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়।

এ নিয়ে এ পর্যন্ত সুমন হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার হলেন। এর আগে ছামছুল ইসলাম নামে আরো একজনকে পঞ্চগড় জেলার বোদা থানার মারিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

আপনার মতামত দিন