দোহার পৌর কমিশনার আব্দুল কুদ্দুস আর নেই

611
কমিশনার আব্দুল কুদ্দুস

দোহার পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। শনিবার মাওয়ায় পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে দুপুরের খাবার পর হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

২০০০ সালে দোহার পৌরসভার প্রথম ও একমাত্র নির্বাচনে পৌরসভার উত্তরের এলাকা তিন নাম্বার ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন। তিনি পৌরসভার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

কমিশনার আব্দুল কুদ্দুসমৃত্যুর কিছুক্ষণ আগে তোলা ছবি

সন্ধ্যায় তার মরদেহ উত্তর জয়পাড়ায় নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। তখন সেখানে এলাকাবাসী ও তার শুভাকাঙ্খীদের ঢল নামে। পরদিন রবিবার সকাল ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনগণসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা অংশ নেন।

আপনার মতামত দিন