‘কবি নজরুলকে বঙ্গবন্ধু জাতীয় কবি স্বীকৃতি দেন’

258

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেন কারণ তিনি কাজী নজরুল ইসলামকে অনেক ভালোবাসতেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মোল্লা, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাজাহান খান প্রমুখ।

আপনার মতামত দিন