ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আল-আমিন কবরস্থানের সীমানার ভিতরে পারিবারিক কবরস্থান তৈরির অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নের ডাইয়াগজারিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি মৃত আদম আলী মুন্সীর বড় ছেলে বিল্লাল মুন্সী এ পারিবারিক কবরস্থান গড়ে তোলার জন্য দেয়াল নির্মানের কাজ শুরু করেন। স্থানীয় এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদের ফলে পারিবারিক কবরস্থান নির্মানের কাজ সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে আবার কাজ শুরু হওয়ার আশংকা রয়েছে বলে জানান এলাকাবাসী। জানা যায়, জনাব বিল্লাল মুন্সী কবরস্থানের পাশে জমি ক্রয় করে, পরবর্তীতে সে ক্রয়কৃত জমির কিছু অংশ জানাজার ঘরের জন্য দান করে এবং কিছু অংশে পারিবারিক কবরস্থান নির্মানের কাজ শুরু করে। এলাকাবাসীর দাবি কবরস্থানের ভিতরে পারিবারিক কবরস্থান মোটেও কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান চায় এলাকাবাসী।
আপনার মতামত দিন