কনস্টেবলে নির্বাচিত নবাবগঞ্জের ১৩২ জনকে সংবর্ধনা

858
নবাবগঞ্জ

মে,২০১৯ ব্যাচে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চুড়ান্তভাবে নির্বাচিত ও ৬ মাসের মৌলিক প্রশিক্ষণার্থী ঢাকার নবাবগঞ্জের ১৩২জন নারী/পুরুষকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ থানা প্রাঙ্গনে নির্বাচিতদেরকে ফুল আর মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কনস্টেবল পদে নির্বাচিত কয়েকজন জানান, তারা অধিকাংশ দরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান। ১০৩ টাকার বিনিময়ে, এতো সহজে তারা চাকুরি পাবেন চিন্তা করতে পারেনি। তারা বর্তমান সরকার ও ঢাকা জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করেন। এসময় অনেকে আবেগ আপ্লুতও হয়ে পড়েন। নির্বাচিতদের সংবর্ধনা জানান, ঢাকা-১ আসনের এমপির প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাশিদ, থানার সেকেন্ড অফিসার এস.আই মুন্সি আশিকুর রহমান প্রমূখ।

আপনার মতামত দিন