ওয়াইফাইয়ের নাম নিয়ে আপত্তি, কারাগারে যেতে হলো ছাত্রকে

136
ওয়াইফাইয়ের নাম নিয়ে আপত্তি, কারাগারে যেতে হলো ছাত্রকে

কিয়েভপন্থী স্লোগান দিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের নাম পরিবর্তন করায় এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।

মস্কো স্টেট ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী তার ওয়াইফাই রাউটার থেকে নেটওয়ার্কের নাম বদলে ‘স্লাভা ইউক্রেইনি (ইউক্রেন বিজয়ী হোক) দিয়ে প্রতিস্থাপন করেন।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী এই স্লোগান ব্যবহার করছে।

খবর অনুসারে, আদালত তাকে ‘নাৎসি প্রতীকের প্রকাশ্য প্রদর্শন অথবা চরমপন্থী সংগঠনের প্রতীক ব্যবহারে দোষী সাব্যস্ত করেছে।

আরআইএ-নভোস্তির খবরে বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষকে নেটওয়ার্কের নামটি জানান। এরপর ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে  রুশ কর্মকর্তারা প্রকাশ্যে যুদ্ধের সমালোচনা করা বা ইউক্রেনীয় বাহিনীর প্রতি সমর্থন প্রদর্শনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড বা জরিমানা জারি করেছে।

আপনার মতামত দিন