এ যেন আশি দশকের রাস্তা!

332

এটা বন্যা শেষে কোন খাল বা নালার চিত্র নয়। কাদা দেখে আপনার হয়তো তাই মনে হবে। কিন্তু বাস্তবে তা নয়। রাস্তাটি দেখলে আপনার হয়তো আশির দশকের বন্যা শেষে গ্রাম বাংলার কর্দমাক্ত রাস্তার কথা মনে পরবে। রাস্তাটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী গ্রামের। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ঢাকা জেলায় আবার এমন করুন অবস্থার রাস্তা! মাস,বছর,যুগ চলে যাচ্ছে একের পর এক। কিন্তু রাস্তাটি ঠিক হচ্ছে না। কেন যে ঠিক করা হচ্ছে না সেই প্রশ্ন এই গ্রামের সকলের। দিন দিন অনেক এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন হচ্ছে তাহলে এই গ্রামের কেন নয়? শুধু এই গ্রাম নয় শিকারীপাড়া ইউনিয়নের নয়াডাঙ্গী, শেরপুর, বক্তারনগর, বিষমপুর, চরসোনাতলা, নট্টি, শেখরনগর প্রভৃতি গ্রামের রাস্তা দেখলে আপনার মনে হবে বাংলাদেশে এর চেয়ে অবহেলিত কোন রাস্তা নেই। সামান্য বৃষ্টি হলেই চলাচলের উপযুক্ততা থাকে না। কিছু মাহেন্দ্র গাড়ি চলাচলের কারণে অবস্থা আরো খারাপ হয়েছে। নির্বাচনের আগে সকলেই প্রতিশ্রুতি দেন রাস্তা ঠিক করে দেয়া হবে কিন্তু পরবর্তীতে আর হয়ে উঠে না। এভাবে যাচ্ছে বছরের পর বছর। কবে ঠিক হবে এই রাস্তা গুলো প্রশ্ন এলাকাবাসীর।

আপনার মতামত দিন