বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার দুই উপজেলায় মোট ৬ হাজার ৮ শত ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। শনিবার পরীক্ষার প্রথম দিন ঢাকার দোহারে কোন শিক্ষার্থী অনুপস্থিত না থাকলেও নবাবগঞ্জ উপজেলায় ৩১জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ জানান, নবাবগঞ্জে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৯ শ’ ৬১ জন। প্রথম দিন ৩১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আরো জানান, বোর্ডের নির্দেশ অনুযায়ী শনিবার প্রথম পরীক্ষায় দাখিল ও ভোকেশনালসহ উপজেলার সাতটি কেন্দ্রের ৩টি ভেন্যুতে বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।
এছাড়া দোহারের তিনটি কেন্দ্র ও একটি ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮ শত ৪৬ জন। দোহারে কোন শিক্ষার্থী অনুপস্থিত ছিল না বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.লিয়াকত আলী।
নবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ও দোহারের কেন্দ্রগুলো পরিদর্শন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।