এশিয়ান ট্রাফিক টেকনােলজিস্ দোহার শাখার উদ্বোধন

349
এশিয়ান ট্রাফিক টেকনােলজিস্ দোহার শাখার শুভ উদ্বোধন

ঢাকার দোহারের জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে ৩য় তালায় এশিয়ান ট্রাফিক টেকনােলজিস্ লিমিটেড এর দোহার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়ােগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান শুভেচ্ছা বার্তা পাঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান ট্রাফিক টেকনােলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও নির্বাহী পরিচালক মো. মাসুদ করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খােকন শিকদার, সহ-সভাপতি বেলাল মােল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহম্মেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, দোহার পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম খোরসেদ আলম, এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড ডি.জি.এম মোহাম্মদ আলী প্রমূখ
সার্বিক তত্বাবধানে ছিলেন দোহার প্রেসক্লাব সভাপতি মো.কামরুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দোহার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টিপু।

আপনার মতামত দিন