এবার ২৬ মার্চ নিউইয়র্কে স্বাধীনতা প্যারেড অনুষ্ঠিত হবে

909

বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ২৬ মার্চ দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হবে। প্যারেড ছাড়া দিনভর নানা কর্মসূচি চলবে। এসব কর্মসূচি আয়োজনে গঠিত কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম।

নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি মেয়র অফিসের উদ্যোগে গত সপ্তাহে জ্যাকসন হাইটসে বৈঠক বসে। আবেদনকারীদের পক্ষ থেকে বিশ্বজিত সাহা উপস্থিত কর্মকর্তাদের এর গুরুত্ব সাইট প্ল্যান ও প্রোগ্রামসূচি তুলে ধরেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামি ২৬ মার্চ ডাইভার্সিটি প্লাজায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাধীনতা দিবস পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আপনার মতামত দিন