এক সপ্তাহের ব্যবধানে ফের নৌকাডুবিতে ফিলিপাইনে নারীর মৃত্যু, আহত অন্তত ৯৫

15
এক সপ্তাহের ব্যবধানে ফের নৌকাডুবিতে ফিলিপাইনে নারীর মৃত্যু, আহত অন্তত ৯৫

এক সপ্তাহের মধ্যে তৃতীয় নৌকাডুবির ঘটনা ঘটলো ফিলিপাইনে। শনিবার (৫ আগস্ট) এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও অন্তত ৯৫ আরোহী।

পুলিশ জানিয়েছে, কিং নিনো-সেভেন নামের একটি কাঠের নৌকায় ছিলেন ১১৭ আরোহী। তাদের প্রায় সবাইকে নিরাপদে উদ্ধার করা গেলেও দুর্ঘটনার আকস্মিকতায় প্রাণ হারান এক নারী যাত্রী। তিনি স্ট্রোক করেন বলে জানা গেছে।

এদিন কোরকুয়েরা শহর থেকে নৌকাটি রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে রোম্বলন প্রদেশে দুর্ঘটনায় পড়ে নৌযানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আবহাওয়া স্বাভাবিক ছিল। কিন্তু নৌকার পাটাতন থেকে পানি উঠতে থাকায় সেটি ডুবে যায়। অবশ্য কোস্টগার্ড এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ফলে এ ঘটনায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

আপনার মতামত দিন