একুশে বইমেলা -২০২০ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

457

নিউজ৩৯, ডেস্কঃ বাঙালী’র উৎসব, অহংকার, ঐতিহ্য আর আবেগের “একুশে বইমেলা” উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী “শেখ হাসিনা” তার স্মৃতিচারণ মূলক বক্তব্য, পিতা “বঙ্গবন্ধু”র লেখা (১৯৫৪ সালে চীন ভ্রমণের পর, উনার ডায়রি থেকে পাঠোদ্ধার কৃত) “আমার দেখা নয়া চীন” বইয়ের মোড়ক উন্মোচন শেষে, উচ্ছলতায় ঘুড়ে বেড়িয়েছেন মেলা প্রাঙ্গণ। তেমনি এক আনন্দঘন মুহূর্তে, “স্বেচ্ছাসেবক লীগ”র “প্রদর্শনী ও বিক্রয়” কেন্দ্র পরিদর্শন করেন এবং বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ “সভাপতি” “নির্মল রঞ্জন গুহ” এবং সাধারণ সম্পাদক “আফজালুর রহমান বাবু”।

আপনার মতামত দিন