একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন দোহার উপজেলা কৃষকলীগ

173

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটের সময় দোহার উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে জয়পাড়া পাইলট স্কুলের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হামিদুর রহমান খান হিমু, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক জোবায়ের বিন হোসেন,ঢাকা জেলা দক্ষিন কৃষক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মতামত দিন