এইচএসসি পরীক্ষা আগামী অক্টোবর মাস

162

News39; desk Office: আগামী অক্টোবর মাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। বন্যায় এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষায় পেছানো হচ্ছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগস্টে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আগস্টে এসএসসি নেয়া গেলে চলতি বছরের অক্টোবরে হয়তো এইচএসসি পরীক্ষা শুরু করা যেতে পারে। তবে, সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।

জানা গেছে, রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক সভায় আগামী আগস্ট মাসে এসএসসি পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। সে অনুসারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে মন্ত্রণালয় পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করবে।

 

 

আপনার মতামত দিন