উর্ধতন কতৃপক্ষের নির্দেশে বন্ধ হলো সমাজ অবক্ষয়ক যাত্রা

480

২ দিন চলার পর দোহারের নুরুল্লাপুরের অশ্লীলযাত্রা ও সার্কাস অবশেষে বন্ধ হয়েছে। বুধবার রাতে ঢাকা থেকে পুলিশের বিশেষ একটি টিম এসে যাত্রাপালার মঞ্চ ভেংগে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় ও জাতীয় পত্রিকা যাত্রাপালা বন্ধের ব্যাপারে সরব হয়ে ওঠে। এছাড়া দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়সহ উর্ধতন কতৃপক্ষের নিকট অভিযোগ করেন এই ব্যাপারে।  এরই ধারাবাহিকতায় বন্ধ হলো অশ্লীল যাত্রাপালা।

আপনার মতামত দিন