দোহার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা

607

গতকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে দোহার আওয়ামী লীগের কার্যালয়ে নেতাদের সভা অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের নাম উঠে আসে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন: বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবগলীগ সেক্রেটারী আব্দুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী এইচ. এস. করম আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বিল্লাল মোল্লা।

ভাইস-চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, আব্দুল হান্নান, হায়াদার বেপারী, মোহাম্মদ শাহীন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আনার কলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রহিমা বেগম, সাথী আক্তার, শাহনাজ, শামীম আরা বীথি, রুমা আক্তার, ফেরদৌসী বেগম।

সভায় সভাপততিত্ব করেন বর্তমান চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বাবুল,  সুরুজ আলম সুরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দীন ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা।

 

আপনার মতামত দিন