উপজেলা নির্বাচনঃ চেয়ারম্যান পদে নবাবগঞ্জে ৭ প্রার্থী

411
উপজেলা নির্বাচনঃ চেয়ারম্যান পদে নবাবগঞ্জে ৭ প্রার্থী

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এ তথ্য জানা যায়।

আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এবার অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, খন্দকার রুহুল আমিন, মো. জুয়েল রানা ও শেখ বোরহান উদ্দিন।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম, পত্তনদার মো. রাকিব, মো. আক্তার হোসেন, মধ্যম কুমার সিদ্ধা আকাশ, কায়েশ আহমেদ, মো. বাপ্পী হোসেন ও শেখ সুমন।

অন্য খবর  গালিমপুর রহমানিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নারী নেত্রী দীপা কবির, রোকসানা বেগম, নিলুফা আক্তার, গাজী শাকিলা ও মনিকা ইসলাম।

আপনার মতামত দিন