নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে দোহার জামায়াতের শুভেচ্ছা জ্ঞাপন

290

দোহারে গত ১ মার্চ দোহার থানা জামায়াতে ইসলামি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে এক ঘরয়া পরিবেশে শুভেচ্ছো জানায়।

এ সময় উপস্থিত ছিলেন দোহারের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা । অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন দোহার থানার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মাসুদ পারভেজ, জামায়াতের দোহারের থানা আমীরসহ অন্যান্য নেতা কর্মী , ছাত্রশিবিরের দোহার থানার দক্ষিণ অংশের সভাপতি আসাদুজ্জামান , পশ্চিম অংশের সভাপতি বেলাল উদ্দিন , পোউর শিবিরের সভাপতি সহ জামায়াত- শিবির ও ছাত্রদলের অধিকাংশ নেতা কর্মী।

জামায়াত সেক্রেটারির ব্যবস্থাপনায় ও থানা আমিরের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।  তিনি গত ৫ জানুয়ারির নির্বাচনে কঠোর সমালোচনা করে বলেন, “উপজেলা নির্বাচনে জনগন আওয়ামী লীগকে বয়কট করেছে। এই নির্বাচন প্রমান করে যে যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ”

উপজেলা নির্বাচনে সমর্থন করায় কামরুল হুদার পক্ষ থেকে করায় জামায়াত- শিবির কে ধন্যবাদ জানানো হয়।

আপনার মতামত দিন