উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে পদ্মা কলেজে আনন্দ র‍্যালী

374

নাদিম/শাকিলঃ স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মার্চ) জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল সরকার।এরই ধারাবাহিকতা বজায় রেখে, সোমবার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মুলমন্ত্র নিয়ে এক আনন্দ র‍্যালীর আয়োজন করে পদ্মা কলেজ।

পদ্মা কলেজের সুযোগ্য অধ্যাক্ষ জালাল হোসেনের নির্দেশে পদ্মা কলেজ পরিবার এই র‍্যালীর আয়জন করে। র‍্যালীতে অংশ গ্রহন করেন উক্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। র‍্যালীটি পদ্মা কলেজের ২য় ফটক দিয়ে যাত্রা শুরু করে মূল সরক হয়ে কলেজের প্রধান ফটকে এসে এর সমাপ্তি করে। পদ্মা কলেজ রোভার গ্রুপের সম্পাদক মোল্লা মোঃ ইমদাদুল হক চান র‍্যালীটির নেতৃত্ব দেন।

এরপর আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে পদ্মা কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেন বলেন, “মুক্তিযোদ্ধারা ছিলেন দেশের সূর্য সন্তান। তাদের অসামান্য অবদান আর আত্মত্যাগের জন্য আমরা পেয়েছি মহান স্বাধীনতা। তাদের মধ্যে ছিল দেশপ্রেম আর সে দেশপ্রেমে উজ্জীবিত হয়েই তারা ঝাপিয়ে পড়েছিল রণাঙ্গনে, ছিনিয়ে এনেছিল আমাদের প্রাণের  স্বাধীনতা।” তিনি জাগ্রত করে  তুলতে বলেন সবার মধ্যকার দেশপ্রেমককে।

এ সময় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে আহবান জানান।

আপনার মতামত দিন